চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার হিলভিউ আবাসিক এলাকায় ছুরিকাঘাতে পিন্টু (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা পিন্টুকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়রা সড়কে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চস/স