spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এশিয়া কাপে রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান

আজ (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় দুবাইয়ের মাঠে শুরু হবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত লড়াই। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে। পাকিস্তান ৯৩ রানে হারিয়েছে ওমানকে, ভারত ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিক আমিরাতকে। তাই সুপার ফোরে জায়গা করে নিতে এই ম্যাচ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে দুই দেশের মানসিক প্রস্তুতি। ভারতীয় দলের বোলিং কোচ ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মরণে মর্কেল বলেছেন, পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছে না তার দল। পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম এবং স্পিন অ্যাটাকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দিন শেষে পারফরম্যান্সই আসল। তরুণ দল নিয়ে গড়া ভারতের এই স্কোয়াড শেখার সুযোগ হিসেবেই দেখছে এবারের টুর্নামেন্টকে।

অন্যদিকে পাকিস্তানের কোচ মাইক হেসন স্পষ্ট করে দিয়েছেন, ভারতকে হারাতে হলে তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) দুর্দান্ত পারফর্ম করতে হবে। তিনি ভারতীয় স্পিনঘাতী ব্যাটিং লাইনআপের বিপরীতে স্পিন অ্যাটাকের ইঙ্গিত দিয়েছেন। মোহাম্মদ নওয়াজকে বিশ্বের সেরা স্পিনার হিসেবে উল্লেখ করে হেসন আস্থা প্রকাশ করেছেন আবরার, সুফিয়ান এবং সাইম আইয়ুবদের পারফরম্যান্সেও।

পরিসংখ্যানে চোখ রাখলে, ভারত এগিয়ে আছে। দুই দল এর আগে এশিয়া কাপে ১৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান ৬ বার, ৩টি ম্যাচ পরিত্যক্ত। শুধু টি-টোয়েন্টিতে ১৩ দেখায় ভারত ৯ বার এবং পাকিস্তান ৩ বার জিতেছে। একটি ম্যাচ টাই হয়ে পরে বল-আউটে জিতেছে ভারতে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss