চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তের দোহাজারী পশ্চিম কাটগড় অংশে সাঙ্গু নদীতে অর্ধগলিত একটি লাশ ভেসে এসেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর সকালে সাঙ্গু নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
জানা যায়, ভোরে সাঙ্গু নদীতে চলাচলরত নৌকার মাঝিরা নদীর পাড়ে লাশ আটকে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দোহাজারী পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর। পরনে ফুটবল ক্লাব ম্যানসেন্টার সিটির একটি জার্সি ও বাদামী রঙের ফুল প্যান্ট। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, নদীতে জোয়ার ভাটার সময় লাশটি ভেসে এসেছে।
চস/স