spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

আগ্রাবাদে ফার্মেসিতে মিলল শিশুদের নকল ওষুধ, দোকান সিলগালা

চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকার একটি ফার্মেসি থেকে নকল শিশুদের ওষুধ উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ‘ফাতিহা ফার্মা’ নামে পরিচিত রোকেয়া ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, ফার্মেসি থেকে নকল শিশুদের ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং প্রস্তুতকারকবিহীন ওষুধ পাওয়া গেছে। দোকানে ইচ্ছামতো সিল বসিয়ে ওষুধের দাম বাড়িয়ে নেওয়ার প্রমাণও মেলে। এসব অপরাধের দায়ে জরিমানার পাশাপাশি দোকানটি সিলগালা করা হয়।

এ সময় একই এলাকায় মেসার্স আবির ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকারের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সিএমপির একটি টিমসহ অন্য কর্মকর্তারা অংশ নেন। সূত্র: আজাদী

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss