spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র নিলেন ৪৭৪ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৪৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া হল সংসদ ও হোস্টেল সংসদের বিভিন্ন পদের জন্য মনোনয়নপ্রত্র নিয়েছেন আরো ৫৭৯ জন। শেষ দিন পর্যন্ত সর্বমোট তিন সংসদে মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ৬৩ জন। মনোনয়নপ্রত্র জমা দিয়েছেন ১৯ জন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শেষ করছি। তবে আজ রাত ১০টা পর্যন্ত কেউ যদি ফরম নিতে আসে তাহলে আমরা মনোনয়ন দেব।’

চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘চাকসুতে ৪৭৪ জন মনোনয়নপ্রত্র নিয়েছে। হল ও হোস্টেল সংসদে মনোনয়নপত্র নিয়েছে ৫৮৯ জন।’

হলগুলোতে মনোনয়নপত্র নিয়েছেন এ এফ রহমান হলে ৪২ জন, আলাওল হলে ৩৮ জন, শাহ আমানত হলে ৪৪ জন, বিজয় চব্বিশ হলে ৩৯ জন, অতীশ দীপঙ্কর হলে ৪৭ জন, শহীদ ফরহাদ হোসেন হলে ৫৭ জন, দেশনেত্রী খালেদা জিয়া হলে ৩৭ জন, মাস্টার দা সূর্যসেন হলে ৩৮ জন, নবাব ফয়জুন্নেছা হলে ১৪ জন, প্রীতিলতা হলে ৩৩ জন, শহীদ আব্দুর রব হলে ৩৭ জন, শামসুন্নাহার হলে ২৫ জন, শাহ জালাল হলে ৪১ জন, সোহরাওয়ার্দী হলে ৭২ জন এবং একমাত্র হোস্টেল শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২৫ জন।’

তিনি জানান, এ পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা পড়েছে ১৯ জন। এর মধ্য চাকসুতে ১৪ জন হল সংসদে ৫ জন।

চাকসুর তফসিল অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়নপ্রত্র বিতরণ শুরু হয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিন ডোপটেস্টের সনদও জমা দিতে হবে। যাচাই–বাছাই অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

প্রসঙ্গত, চাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss