spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বান্দরবানে ইজিবাইক চালক হত্যার ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

বান্দরবানের রোয়াংছড়িতে ইজিবাইক চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যার (৪৬) হত্যার ঘটনায় রাজন্ত তঞ্চঙ্গ্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামি রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩) হত্যার ঘটনায় তার জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি পূর্ণবাসন পাড়ার চন্দ্র কুমার তঞ্চঙ্গ্যার ছেলে।

বান্দরবান পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম জানিয়েছেন- নিহত অমন্ত তঞ্চঙ্গ্যার কাছ থেকে আসামি রাজন্ত তঞ্চঙ্গ্যা ৩৫ হাজার টাকা ধার নেয়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গত ১৫ সেপ্টেম্বর রাতে রাজন্ত তঞ্চঙ্গ্যা কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশ ও গাছের লাঠি দিয়ে পিটিয়ে অমন্তকে হত্যার পর লাশ তারাছা খালের পানিতে ভাসিয়ে দেয়। পরের দিন সাঙ্গু নদী থেকে অমন্ত তঞ্চঙ্গ্যার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ রাজন্ত তঞ্চঙ্গ্যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় রোয়াংছড়ি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss