spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে আধাবেলা সড়ক অবরোধ

এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে খাগড়াছড়ি সদরে জুম্ম ছাত্র জনতার ডাকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ চলছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।

ভোর থেকে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হচ্ছে। জুম্ম ছাত্র জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা অবরোধে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদসহ ৩ টি সংগঠন সংহতি প্রকাশ করে মাঠে রয়েছে।

সকাল থেকে জেলা সদরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ারে আগুন ও গাড়িতে গুলতি ছোঁড়ার খবর পাওয়া গেছে। খাগড়াছড়ি জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সাপ্তাহিক হাট বারের দিন হলেও ক্রেতা বিক্রেতার উপস্থিতি কম। তবে পৌর শহরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্ম ব্যস্ততা ও গাড়ি চলাচল বেড়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। নৈশ কোচ গুলো নিরাপত্তা পাহারায় শহরে পৌঁছেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss