spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

মসজিদুল হারাম ও নববীতে এক সপ্তাহে ১ কোটি ৩০ লাখ মুসল্লি

সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত পবিত্র দুই মসজিদে এক সপ্তাহে ১ কোটি ৩০ লাখের বেশি মুসল্লি ও জিয়ারতকারী উপস্থিত হয়েছেন। রবিউস সানি মাসের (১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত) এই সময়টিতে সৌদি কর্তৃপক্ষ উন্নত সেন্সর প্রযুক্তির মাধ্যমে ওমরাহ পালনকারী ও মুসল্লিদের চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

সৌদি আরবের মসজিদুল হারাম ও নববী মসজিদের জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে, ১৪৪৭ হিজরির রবিউস সানি মাসের ওই সপ্তাহে মোট দর্শনার্থীর সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৭১ জন।

এর মধ্যে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন প্রায় ৪২ লাখেরও বেশি মুসল্লি। পবিত্র হাতিম এলাকায় নামাজ পড়েছেন ২২ হাজার ৭৮৬ জন। সাত দিনের এই সময়েই ওমরাহ আদায় করেছেন ২৮ লাখ ৮৭ হাজার ৫১৬ জন মুসল্লি, যা হজ মৌসুমের বাইরেও ধারাবাহিক ধর্মীয় কর্মতৎপরতার প্রতিফলন।

মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ৫০ লাখ ৮৮ হাজার ১৭৯ জন। এর মধ্যে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি মুসল্লি রওজা শরিফে যিয়ারত করেছেন এবং ৪ লাখ ৭৮ হাজারের বেশি মুসল্লি নবী করিম (সা.)-এর রওজা মুবারকে সালাম জানিয়েছেন।

সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নত সেন্সর প্রযুক্তি ও রাডার সিস্টেমের মাধ্যমে মসজিদের মূল প্রবেশপথে আগতদের সংখ্যা নির্ভুলভাবে গণনা করা হচ্ছে। এই প্রযুক্তি রিয়েল-টাইমে ভিড়ের ঘনত্ব ও মানুষের চলাচলের গতিপ্রবাহ নিরীক্ষণ করে, যার ফলে নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রশাসনিক সেবা দ্রুত ও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

এই ব্যবস্থা সৌদি সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ, যার লক্ষ্য দুই পবিত্র মসজিদে স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে ইবাদত পালনে আগতদের অভিজ্ঞতা আরও সহজ ও নিরাপদ করা।

বিশ্লেষকদের মতে, কোনো বড় ধর্মীয় মৌসুম না থাকা সত্ত্বেও এত বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি প্রমাণ করে যে, সৌদি আরবের উন্নত অবকাঠামো ও সহজলভ্য সেবা সারা বছরই মুসলমানদের মক্কা-মদিনায় টেনে নিচ্ছে।

ধর্মীয় পর্যটনে এই ধারাবাহিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে, উন্নত সেবা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা মুসলমানদের আগমন আরও বাড়িয়ে তুলছে, যা হজ মৌসুমের বাইরেও পবিত্র স্থানগুলোকে প্রাণবন্ত রাখছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss