spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০

চট্টগ্রামে একটি কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এরইমধ্যে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ অক্টোবর) সকালে খুলশি থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪-৫শ’ জনকে আসামি করে হামলা-ভাঙচুরের মামলা করে।

এর আগে, শনিবার রাতে নগরের জিইসি কনভেনশন সেন্টারে ‘হোন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো ফান এন্ড রক ফেস্টে’ হামলা-ভাঙচুর হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকায় ভেতরে প্রবেশ করা নিয়ে সিকিউরিটির সাথে শুরু থেকেই বাগবিতণ্ডা চলছিলো। হঠাৎ একটি পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দিলে, দর্শকদের মধ্যে হট্টগোল ও মারামারি শুরু হয়।

এসময় ভেন্যুর জানালা ভাঙচুর ও আয়োজকদের ব্যানার-ফেস্টুন ছিড়ে ফেলা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এতে শরিফ নামে ১ ব্যক্তি গুলিবিদ্ধ এবং ১৫ জন আহত হয়। তারা নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss