spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে টসভাগ্য পাশে পেলেন না মেহেদী হাসান মিরাজ। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানালেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। মিরপুরের মাঠে আগে ব্যাট করে ৫৪ ম্যাচের মধ্যে ২৬টি জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডেতে এখন পর্যন্ত ৪৭ ম্যাচে মুখোমুখি হয়েছে । যেখানে বাংলাদেশের জয় ২১ ম্যাচে আর ক্যারিবিয়ানরা জিতেছে ২৪টি। ফল আসেনি বাকি ২ ম্যাচে। বাংলাদেশের ঘরের মাঠে দুই দলের ২০ ম্যাচে স্বাগতিকদের জয় ৯ ম্যাচে আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি।

গত ডিসেম্বরে সবশেষ মুখোমুখি হয়েছিল দু’দল। ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলা সেই সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে এর আগে টানা ১১ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ব্রেন্ডন কিং, আলিথ আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রোস্টন চেইজ, গুডাকেশ মোটি, জাস্টিন গ্রেইভস, রোমারিও শেফার্ড, শেরফান রাদারফোর্ড শামার জোসেফ, জেডন সিলস।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss