চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. ফাহিম (৮) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-বাঁশখালী সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম পূর্ব পুঁইছড়ির ৪ নম্বর ওয়ার্ডের ফরেস্ট টিলা এলাকার মো. আব্দুর রহিমের ছেলে।
জানা গেছে, সড়ক পার হওয়ার সময় কার্ভাড ভ্যানের নিচে পড়ে পিষ্ট হয় শিশুটি। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সূত্র : পূর্বকোণ অনলাইন
চস/আজহার


