spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

দুর্দশাগ্রস্ত ৫ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক এ লক্ষ্যে ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত জানিয়েছে।

বোর্ড ভেঙে দেওয়া ব্যাংকগুলো হল- সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এ ৫ ব্যাংকের মধ্যে ৪টি মালিকানায় ছিল এস আলম। একটির মালিকানায় ছিল নজরুল ইসলাম মজুমদার।

ওই সময়ে ব্যাংকগুলো থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়া হয়। ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে।

এতে গ্রাহকের জমানো অর্থ ফেরত দিতে পারছে না। এমন পরিস্থিতিতে এসব ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এতে সরকারও সম্মতি দিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss