দেশের দুই বিভাগে আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৭ নভেম্বর) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অফিস জানায়, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে পড়েছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, শনিবার (৮ নভেম্বর) থেকে দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পরবর্তী কয়েক দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এ সময় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, সাম্প্রতিক কয়েক দিনের আবহাওয়ার পরিবর্তনে ইতোমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কমে গেছে।
চস/আজহার


