ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা ‘আত্মসাৎ করা ও হত্যার হুমকি দেওয়ার’ অভিযোগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রবিবার (১৬ নভেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্য নিশ্চিত করেন মামলার বাদী আমিরুল ইসলাম।
রবিবার আদালত সূত্র জানায়, মামলার শুনানির জন্য নির্ধারিত তারিখে আসামিরা অনুপস্থিত থাকায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে ব্যবসায় অংশীদার করার কথা বলে মেহজাবীন চৌধুরী নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন। অভিযোগ রয়েছে, অর্থ গ্রহণের পর মেহজাবীন ও তার ভাই কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি এবং টাকা ফেরতের জন্য বাদী যোগাযোগ করলে দীর্ঘদিন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন।
এতে আরও বলা হয়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও তার ভাই বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে আসতে বলেন। নির্ধারিত দিনে সেখানে গেলে তারা ও আরও ৪–৫ জন অজ্ঞাত ব্যক্তি বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পুনরায় টাকা চাইতে এলে হত্যার হুমকি দেন। ভয়ভীতি প্রদর্শনের এ ঘটনাটি সমাধানের জন্য বাদী ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করতে পরামর্শ দেয়।
পরে বাদী আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত চলছে বলে জানা গেছে।
চস/স


