আগামী ১৯ জুলাই ভারতের ৫টি প্রদেশে মুক্তি পাবে ‘সিতারা’। জাহিদ হাসান ও রাইমা সেন অভিনীত ‘সিতারা’ ছবিটি গত মে মাসে ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে এটি পিছিয়ে যায়। তবে আনন্রে সংবাদ হচ্ছে আলোর মুখ দেখতে চলেছে এই সিনেমা। ছবিটি মোট তিন ভাষায় মুক্তি পাচ্ছে।
প্রদেশগুলো হচ্ছে- পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধপ্রদেশ। আশীষ রায় পরিচালিত এই ছবিটি একই সঙ্গে মুক্তি পাবে বাংলা, তেলেগু ও তামিল ভাষায়। পশ্চিমবঙ্গের অন্যতম সাহিত্যিক আবুল বাশারের ‘ভোরের প্রসূতি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘সিতারা’।
সিতারার ভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন। ছবিতে রাইমা সেনের দেহরক্ষী চরিত্রে আছেন জাহিদ হাসান। এছাড়াও আছেন, মহম্মদ নাজির, সুব্রত দত্ত, মাধব সরকার, দিলু, ফায়জুর রহমান বাবু, মাসুদ আখতার। জলপাইগুড়ি ও কোচবিহারে হয়েছে ছবির শুটিং।
ছবির চিত্রনাট্য লিখেছেন মলয় বন্দ্যোপাধ্যায় আর এডিটের ভূমিকায় ছিলেন সঞ্জীব দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্ব কালিকাপ্রসাদের উপর থাকলেও তা সম্পূর্ণ করে যেতে পারেননি তিনি। পরে দোহার তৈরি করে ছবির গান।
চোরাচালানের গল্প এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা নিয়ে এগিয়েছে ‘সিতারা’ ছবির কাহিনী।
চস/ সোহাগ