spot_img

৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নরেন্দ্র মোদির মা হবেন রাবিনা ট্যান্ডন!

আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক নতুন সিনেমা ‘মা বন্দে’। এই বায়োপিকে মোদির প্রয়াত মা হীরাবেন মোদির চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। আর মোদির চরিত্রে দেখা যাবে মালায়ালম অভিনেতা উন্নি মুকুন্দনকে।

ছবিটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চৌধুরি। প্রযোজনায় আছে সিলভার ক্যাস্ট ক্রিয়েশন্স। নির্মাতাদের ভাষ্য, এটি মূলত এক মা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি জীবনীভিত্তিক সিনেমা।

রাবিনা ট্যান্ডন জানিয়েছেন, হীরাবেনের চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা। ছবিতে হীরাবেনের শৈশব, পারিবারিক সংগ্রাম এবং জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারকে ধরে রাখার গল্প উঠে আসবে।

এদিকে উন্নি মুকুন্দন সামাজিক মাধ্যমে জানান, মোদির চরিত্রে অভিনয় করা তার কাছে সম্মানের। শৈশব থেকে গুজরাটে বেড়ে ওঠার সময় মোদীকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার অভিনয়ে সহায়তা করবে বলে আশা করছেন তিনি।

নির্মাতারা জানিয়েছেন, মোদির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে ছবিতে উন্নত ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। চরিত্র ফুটিয়ে তুলতে রাবিনারও শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন হবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss