spot_img

৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দের যৌথ বৈঠক

৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর ২০২৫ চট্টগ্রাম বিভাগের মহাসমাবেশ সফল করার জন্য সকল দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি ৮ দলের নেতৃবৃন্দ উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আন্দোলনরত আট দলের চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দ যৌথসভায় বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধের আলোকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই সনদের চেতনা বাস্তবায়নের জন্য নির্বাচনের পূর্বেই গণভোট দিতে হবে। জুলাই গণহত্যার শুরু হওয়া বিচার কার্যক্রম অব্যাহত রাখা এবং নির্বাচনের পূর্বেই প্রদত্ত রায় কার্যকর করতে হবে। জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্ধারিত তারিখে নির্বাচন করতে হবে বলেও তারা জানান।

উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা এমদাদুল্লাহ সোহাইল।

জি ই সির মোড়স্থ বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা মুহাম্মদ জান্নাতুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা জিয়াউল হোসাইন, খেলাফত মজলিস বাংলাদেশের চট্টগ্রাম মহানগরী সভাপতি অধ্যাপক খোরশেদ আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টি( জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফ্ফর মোহাম্মদ আনাছ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ ইকবাল, খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার নায়েবে আমির মুফতি মাওলানা শিহাব উদ্দিন, নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুহাম্মদ আবুল কাশেম, নেজাম ইসলাম পার্টির নেতা এড. মুহাম্মদ নেজাম উদ্দিন, খেলাফত মজলিস নেতা মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ , আনোয়ার হোসাইন রাব্বানী, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা আহমদুর রহমান, মুহাম্মদ শফিকুল ইসলাম, দ্বীন মুহাম্মদ রব্বানী, মুহাম্মদ মুফিদুল ইসলাম, এনায়েতুল্লাহ মাদানি, মুহাম্মদ জাহেদ হাসান, মুহাম্মদ দিদারুল ইসলাম, ডা. শোয়াইবুল্লাহ, মাওলানা নাজিম উদ্দিন, মুহাম্মদ জুয়েল। সভা শেষে মুনাজাত পরিচালনা করেন সভার সভাপতি মাওলানা মাওলানা এমদাদুল্লাহ সোহাইল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss