spot_img

২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ক্যানসার আক্রান্ত একমাত্র ছেলেকে বাঁচাতে রাফসানের বাবার আকুতি

দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসার আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্র রাফসান। একমাত্র ছেলেকে বাঁচাতে চিকিৎসা ব্যয়ে নিঃস্ব হয়েছেন তার বাবা। তাইতো ছেলেকে বাঁচাতে সাহায্যের আকুতি জানিয়েছেন তিনি।

রাফসান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মো. আলমগীরের একমাত্র ছেলে।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শিশু রাফসানের ক্যানসার শনাক্ত হয়। এরপর দেড় বছর ভারতে চিকিৎসা চলে। বর্তমানে তার শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছে।

চিকিৎসক বলেছেন, বোনমেরো ট্রাসপ্ল্যান্ট করতে হবে, যার জন্য প্রায় পঞ্চাশ লাখ টাকা প্রয়োজন।

ক্যানসার আক্রান্ত একমাত্র ছেলেকে বাঁচাতে রাফসানের বাবার আকুতি

রাফসানের বাবা মো. আলমগীর বলেন, নিজের প্রভিডেন্ট ফান্ড, আত্মীয়স্বজন থেকে ধার নিয়ে টাকা খরচ করে আমি নিঃস্ব। আমার ছেলেকে বাঁচাতে সবার সহযোগিতা কামনা করছি।

রাফসানকে সহযোগিতার হাত বাড়াতে চাইলে তার বাবার মোবাইল নম্বরে (০১৭১৩৬১০৪১৩) যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss