spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

অস্ত্র হাতে ছবি ভাইরাল, সেই শওকতকে ধরল সেনাবাহিনী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শওকত আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪।

বুধবার (৭ জানুয়ারি) ভোরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারা বটতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শওকত আলী ওই এলাকার গুল বক্সের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড আর্মি ক্যাম্পের মেজর তানভীর। তিনি জানান, ভোরে উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারা বটতল এলাকা থেকে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করে আসছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রসহ তার ছবি ভাইরাল হলে বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss