spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে১৮ মামলার আসামি সন্ত্রাসী বুইশ্যার সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি-মাদকসহ ১৮ মামলার আসামি ইদ্রিস প্রকাশ ইব্রাহিমকে (২৭) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গ্রেপ্তার ইদ্রিস কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ট সহযোগী ও রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট এলাকার মৃত ইউসুফের ছেলে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল চান্দগাঁওয়ের ফরিদার পাড়া এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী বুইশ্যার ঘনিষ্ট সহযোগী ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ ১৮টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ করে আসছিল। তাকে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss