spot_img

৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতে একদিনে শনাক্ত প্রায় ১০ হাজার করোনা রোগী

ভারতে একদিনে প্রায় ১০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা সোমবার বেড়েছে চার জন। দেশটিতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ হাজার ৯৮৭ জনের করোনা শনাক্ত হওয়ায় মঙ্গলবার ভারতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। এনিয়ে টানা সপ্তম দিন ৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী পাওয়া গেলো ভারতে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪১ হাজার ৬৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, মোট ৪৯ লাখ ১৬ হাজার ১১৬টি। পরীক্ষাও বাড়ছে, সঙ্গে শনাক্তের সংখ্যায়। এ পর্যন্ত ভারতে ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।

আরো পড়ুন: ১০ জুন বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ শুরু

করোনায় ভারতে মোট মৃত্যু সাড়ে ৭ হাজার ছুঁই ছুঁই। একদিনে ২৬৬ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৭ হাজার ৪৬৬ জনের।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভারতের ১ লাখ ২৯ হাজার ২১৫ জন মানুষ। এই রোগে সুস্থতার হার এখন ৪৮.৪৬ শতাংশ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য মহারাষ্ট্র। ৮৮ হাজারের বেশি আক্রান্ত হয়েছে সেখানে। মৃত্যুতেও তারা অন্য সব রাজ্যের চেয়ে এগিয়ে, মোট ৩ হাজার ১৬৯ জন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss