spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নিউজিল্যান্ডে ২৫ দিন পর ২ জনের করোনা শনাক্ত

নিউজিল্যান্ডে বিদেশ ফেরত দুইজন ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। টানা ২৫ দিন পর যুক্তরাজ্য থেকে আগত দুই জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) নিউজিল্যান্ডের স্বাস্থ্য আধিকারিকেরা এ তথ্য নিশ্চিত করেন।

দেশের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকেরা জানান, টানা ২৫ দিন নিউজিল্যান্ডে নতুন কোনো আক্রান্ত শনাক্ত হয়নি। তবে বিদেশ ফেরত আরও অনেকে এ ভাইরাসে আক্রান্ত থাকতে পারে।

তাদের অবশ্যই দুই সপ্তাহের জন্য সরকার পরিচালিত সঙ্গরোধে (কোয়ারান্টিন) থাকতে হবে। সেই সময়ে তারা করোনা মুক্ত কি না তা দুইবার পরীক্ষা করে দেখা হবে।

আরো পড়ুন: সৌদিআরবে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু

৮ জুন অকল্যান্ডের করোনা আক্রান্ত এক মহিলা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তিনিই ছিলেন দেশটির সর্বশেষ করোনা আক্রান্ত রোগী। এর আগে ৭ জুন সীমান্ত নিয়ন্ত্রণ ব্যতীত নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে চার সপ্তাহের জন্য লকডাউন করা হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ২২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮২ জন। নিউজল্যান্ডে ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জন মানুষকে করোনা টেস্ট করা হয়েছে। দেশটিতে ১ মিলিয়ন মানুষের বিপরীতে ৫৮ হাজার ৯৪৫ জনের উপর টেস্ট করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss