spot_img

২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শেখ ফরিদ উদ্দিন সৌদ (৩৪) মারা গেছেন।

রাজধানীর হলিফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

তার সহকর্মীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, গত ১২ জুন তার করোনা উপসর্গ দেখা দেয়। প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলিফ্যামিলি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। ১৮ জুন তাকে প্লাজমাও দেওয়া হয়। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। তিনি পরিবারে স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss