ভারতে করোনাভাইরাস সংক্রমণের গতি যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫৮ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ৯৮১ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৪৭ হাজার ৬৬৩ জন। একইদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৪১ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৯ জন।
দেশটিতে করোনা রোগী শনাক্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত প্রায় ছয় লাখ। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৩ লাখ ৩৮ হাজার ৫৫ জন। সংক্রমণ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে এখন মোট আক্রান্ত ২ লাখ ৮৯ হাজার ৮২৯ জন।
এদিকে আক্রান্তের সংখ্যা বাড়লেও, করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক বলে মনে করছেন দেশটির কর্তৃপক্ষ। প্রতিদিন সুস্থ হয়ে ওঠার হারটাও বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ১৯ হাজার ৮৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই তাণ্ডব চালাচ্ছে করোনা। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল এবং তৃতীয় ভারত।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
চস/আজহার