spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি ভারতকেও দেওয়া হয়েছে: জাহিদ মালেক

চীনকে পরীক্ষামূলক ভ্যাকসিন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভারতকেও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার এসব কাজের অনুমোদন দেন।

শনিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মধ্য খালপাধোয়া কর্নেল মালেক প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরিষের উদ্যোগে শিশুখাদ্য ও খাদ্য বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছেন। যে সব দেশ প্রথম পাবে আমরা তার প্রথম সারির দেশ। এখনো ভারত, আমেরিকায় প্রতিদিন এক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেখানে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম। সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সম্ভব হয়েছে। ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ৪ হাজার মানুষ মারা গেছে।

জাহিদ মালেক আরও বলেন, আপনারা ঘর থেকে বাইরে হলেই মাস্ক পরবেন। মাস্ক পরলেই আপনারা করোনাভাইরাস প্রতিরোধ করতে পারবেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরিষের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান প্রমুখ।

এ সময় মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুনায়েম খানসহ আরও অনেকে। দুই শতাধিক দুস্থ শিশুদের মাঝে শিশু খাদ্য ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী একই স্থানে শাবানা মালেক মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss