তরুণ গল্পকার ও প্রাবন্ধিক জুবায়ের আহমেদের প্রথম গল্পগ্রন্থ আমি বৃদ্ধ হতে চাই না ২০১৯ সালে চিলড্রেনস পাবলিকেশন কর্তৃক প্রকাশিত হয়েছে। ২০২০ সালে একই প্রকাশনী প্রকাশ করেছে জুবায়ের আহমেদের সম্পাদনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনী ও রাজনীতি বিষয়ক প্রবন্ধ তারুণ্যের চোখে বঙ্গবন্ধু।
সামাজিক ও পারিবারিক টানপোড়ন ও বার্ধক্যে পিতা-মাতার অসহায়ত্ব ও করুণ পরিণতির গল্প দিয়ে সাজানো হয়েছে “আমি বৃদ্ধ হতে চাই না”। লেখকের সম্পাদনায় তারুণ্যের চোখে বঙ্গবন্ধু বইয়ে বঙ্গবন্ধুর অসাধারণ জীবনকাল, রাজনৈতিক জীবন ও দেশগঠনে অবদান বিষয়ে। বই দুটো পাওয়া যাচ্ছে ঢাকাস্থ অমর একুশে গ্রন্থমেলা-২০২২ এ চিলড্রেনস পাবলিকেশন্স এর ২৫৫নং স্টলে। এছাড়াও ০১৯৬৬-২৯৪৯৯০ নাম্বারে যোগাযোগ করে বই দুটি সংগ্রহ করা যাবে।
উল্লেখ্য, জুবায়ের আহমেদ ২০১৫ সাল থেকে নিয়মিত জাতীয় ও বিভিন্ন স্থানীয় পত্রিকায় কলাম ও গল্প লেখছেন। ইতিমধ্যে ২টি বই প্রকাশের ধারাবাহিকতায় আরো একাধিক বই প্রকাশের অপেক্ষায়। তিনি সকলের দোয়া ও সমর্থন প্রার্থী।
চস/আজহার