হে স্বাধীন বাংলাদেশের স্থপতি!
তুমি জন্মেছিলে বলে পেয়েছি স্বাধীনতা।
তুমি আঠারো কোটি মানুষের হৃদয়ে গাঁথা।
তুমি গর্বিত মায়ের সন্তান
বাংলাদেশ রাষ্ট্র তোমার নেতৃত্বের দান।।
হে বাঙ্গালি জাতির পিতা!
তুমি জন্মেছিলে বলে,
জন্মেছে এই দেশ।
জন্মদিনে তোমার প্রতি
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা অশেষ।
চস/আজহার