spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র জন্মদিন আজ

আজ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মদিন। রুদ্র ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশালের আমানতগঞ্জের রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন। তার মূল বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালি গ্রামে। উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম। তিনি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনের অন্যতম উদ্যোক্তা এবং জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক।

অকাল প্রয়াত বাংলাসাহিত্যের কিংবদন্তির ভিতরে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ অন্যতম। এই কবি ১৯৯১ সালের ২১ জুন ভোরে চলে যান না-ফেরার দেশে।

দিনটি স্মরণে রুদ্র স্মৃতি সংসদ আজ রোববার বাগেরহাটের মিঠাখালীতে সকালে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা করে কবিপ্রেমিরা তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে মিলাদ মাহফিল, দোয়া এবং স্মরণসভা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সন্ধ্যায় রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী বাজারে জন্মদিনের কেক কাটা এবং রুদ্রের গান ও কবিতা আবৃত্তির আয়োজন করেছে।

রুদ্রের জন্মবার্ষিকী একযোগে পালন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, নাগরিক সমাজ, প্রথম আলো বন্ধুসভা, মিঠাখালী বাজার বণিক সমিতি, মোংলা সাহিত্য পরিষদ, মোংলা কবিতা পরিষদ, শিরিয়া বেগম মধ্যমিক বালিকা বিদ্যালয়, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যাপীঠসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

অকাল প্রয়াত এই কবি তাঁর কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss