spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চরমোনাই মাহফিলগামী ট্রলারকে লঞ্চের ধাক্কা, ৩ মুসল্লির মরদেহ উদ্ধার

বরিশালের কালাবদর নদীতে চরমোনাই মাহফিলগামী ট্রলার ডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নৌ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার খোরশেদ আলম।

তিনি জানান, চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে সিরাজগঞ্জ থেকে একটি ট্রলারে প্রায় ৪০/৪৫ জন মুসল্লি রওনা হন। চরমোনাইর কাছাকাছি আসলে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে একটি যাত্রীবাহী লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিয়ে চলে যায়। সাথে সাথে ট্রলারটি অর্ধেক নিমজ্জিত হলে মুসল্লিরা নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে পাড়ে ওঠে।

খবর পেয়ে নৌ ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাতেই একজনের মরদেহ উদ্ধার করে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আরও দুইজনের মরদেহ উদ্ধার করে। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। উদ্ধারকৃত মরদেহের নাম ও ঠিকানা জানা যায়নি। তবে তাদের বয়স ৪৫/৫০ বছরের ওপরে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss