spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন নির্বাচনে সম্মিলিত পরিষদের নিরঙ্কুশ বিজয়

বাংলাদেশ  শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে বিপুল সংখ্যক আসনে জয় হয়েছে সম্মিলিত পরিষদের। সৈয়দ মোহাম্মদ আরিফ’র নেতৃত্বাধীন এই প্যানেলের অর্ডিনারি ক্যাটাগরিতে ১৬ জনের মধ্যে ১৪ জনই জয় লাভ করেন।

এছাড়া এই প্যানেলে এসোসিয়েট ক্যাটাগরি ৮ জনই জিতেছেন। অপরদিকে শাহেদ সরওয়ার প্যানেল থেকে অর্ডিনারি ক্যাটাগরিতে কেবল তিনি নিজে এবং মোহাম্মদ আবদুল্লাহ জহির নির্বাচিত হন। এছাড়া এসোসিয়েট ক্যাটাগরিতে কেউই জিততে পারেনি শাহেদ সরওয়ার প্যানেল থেকে।

সম্মিলিত পরিষদ প্যানেলে অর্ডিনারি জিতেছেন, সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লি.), সৈয়দ ইকবাল আলী (শিমুল) (এমজিএইচ গ্রুপ), ওসমান গনি চৌধুরী (ইউ.এস. লাইনস ওভারসিস লি.), মো. আজফর আলী (সারাফ গ্রুপ অব কোম্পানি), মামুনুর রশিদ (মানুমা শিপিং লাইনস লি.), এস এম মাহবুবুর রহমান (বিএস কার্গো এজেন্সিস লি.), আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান (ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস বাংলাদেশ লি.), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (ফনিক্স শিপিং লি.), মো. সাজ্জাদুর রহমান (ইনেসক্যাপ শিপিং লাইনস লি.), মুনতাসির রুবাইয়্যাত (জিবিএক্স লজিস্টিকস লি.), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন (ইভরেট বাংলাদেশ প্রা. লি.), মুহাম্মদ জিয়াউল কাদের (পেনিনসুলার শিপিং সার্ভিসেস লি.), তানজিল আহমেদ রুহুল্লাহ (ইন্টারপোর্ট মেরিটাইম লি.), এস এম এনামুল হক (বেঙ্গল শিপিং লাইন্স লি.)।

এছাড়া এসোসিয়েট ক্যাটাগরিতে জিতেছেন, ওয়াহিদ আলম (আল্ট্রা-মেরিটাইম-সার্ভিসেস লি.), খায়রুল আলম সুজন (ইএএস লিমিটেড), মোহাম্মদ শফিকুল আলম জুয়েল (রেডিয়েন্ট শিপিং লি.), শামসুদ্দিন আহমেদ চৌধুরী (মিনার) (গ্লাক্সি লাইন্স লি.), প্রবীর সিংহ (এলিট শিপিং লাইন্স), রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইন্স লি.), নজরুল ইসলাম (প্রাইড শিপিং লি.), নাজমুল হক (এ এন্ড জে ট্রেডার্স)।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss