spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গার্মেন্টেসের নতুন বাজার সৃষ্টিতে বাংলাদেশ মিশনগুলোর সঙ্গে কাজ করবে বিকেএমইএ

নতুন বাজার সৃষ্টিতে বিদেশে বাংলাদেশি দূতাবাস তথা সরকারি নীতি নির্ধারকদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) পরিচালনা পরিষদের বর্তমান কমিটি।

রবিবার (২৪ অক্টোবর) দুপুরে সংগঠনের চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত নতুন কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে এ. কে. এম. সেলিম ওসমান এমপি একথা বলেন।

তিনি বলেন, পরিচালনা পরিষদের নতুন কমিটি পণ্য পরিবহনে যানবাহন ভাড়া বৃদ্ধি ও কন্টিনারের ভাড়া হ্রাসকরণে উদ্যোগ গ্রহণ করবে। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত তুলনামূলক ছোট গার্মেন্টস মালিকদের আর্থিক সহায়তার উদ্যেগ নেয়া, গার্মেন্টস মালিকদের দীর্ঘ মেয়াদে স্বল্প সুদে লোন পাওয়ার ক্ষেত্রে সহায়তা এবং গার্মেন্টস সেক্টর সংক্রান্ত যেকোন গুরুত্বপূর্ণ সমসাময়িক সমস্যা নিরসনে কাজ করবে বর্তমান বিকেএমইএ কমিটি।

সভার শুরুতে বিকেএমইএ’র পর্ষদের সকল সদস্যকে চট্টগ্রামে প্রথম সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম হলো ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। সে কারণে বিকেএমইএ তার ধারাবাহিক অগ্রযাত্রার অংশ হিসেবে চট্টগ্রামস্ত সদস্যদের রপ্তানি বাণিজ্যে সহায়তা করার লক্ষ্যেই ২০০৮ সালে চট্টগ্রামে অফিসের স্থাপন করে। প্রতিষ্ঠার পর থেকেই সদস্য কারখানাকে যাবতীয় সেবা প্রদান করে আসছে। সেই সাথে চট্টগ্রামের গুরুত্ব অনুধাবন করে বিকেএমইএ’র প্রথম সভাটি চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত বিকেএমইএ’র নবগঠিত কমিটির প্রথম সভায় উপস্থিত সদস্যগণ

এ সভায় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, সহ-সভাপতি যথাক্রমে ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, সহ-সভাপতি (অর্থ) মো. মোরশেদ সারোয়ার (সোহেল), সহ-সভাপতি মো. আক্তার হোসেন, আশিকুর রহমান, পরিচালক আবু আহম্মেদ সিদ্দিক, মো. সামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, শ্যামল কুমার সাহা, মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, মো. তারেক আফজাল, রাজিব দাশ সুজয়, এম আই সিদ্দিক (সেলিম মাহবুব), রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবির হোসেন, মির্জা মো. আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, মো. আব্দুল হান্নান, ইমরান কাদের তূর্য, ফকির কামরুজ্জান নাহিদ, মোহাম্মদ শামসুল আজম, গাজী মো. শহীদ উল্লাহ, মো. আসাদুল ইসলাম, আক্কাস উদ্দিন মোল্লা, আলহাজ মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মো. লুৎফর রহমান, মো. হারুন অর রশিদ এবং বিকেএমইএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss