দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৯ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ব্যাংক-বিমা খাতের কোম্পানির শেয়ারের দাম কমার দিনে গ্রামীণফোন, পাওয়ার গ্রিড, বিকন ফার্মা এবং আইএফআইসি ব্যাংকসহ বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দরপতন থেকে রক্ষা পেয়েছে বাজার।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৬ পয়েন্ট। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে আজ মূল্য সংশোধন হয়েছে। যে কারণে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে, পাশাপাশি লেনদেনও কমেছে।
ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারটিতে ৪২ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার ৩৫১টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৩শ কোটি টাকার বেশি লেনদেন কমেছে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮২টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ১২৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৮৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর রয়েছে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩১০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ২ লাখ ৫৮ হাজার ১০৫ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৮ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১৯৫ টাকার শেয়ার।
চস/আজহার