spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ জাতীয় আয়কর দিবস

আজ (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস। ‘সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর’- এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি উদযাপনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবছর জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য ‘যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’।

জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা জাতীয় আয়কর দিবসকে সামনে রেখে দেশের সকল করদাতা এবং আয়কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা এবং যারা এ বছর সেরা করদাতা সম্মাননা পাচ্ছেন তাদের অভিনন্দন জানান।

এনবিআরের উদ্যোগে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন করঅঞ্চলে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে জাতীয় আয়কর দিবস। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের পেলিক্যান মেহজাবিনে আয়কর দিবসের মূল অনুষ্ঠান হবে। কর আপীলাত ট্রাইব্যুনাল চট্টগ্রাম বেঞ্চের সদস্য মকবুল হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

প্রসঙ্গত ২০০৮ সাল থেকে দেশে আয়কর দিবস উদযাপিত হচ্ছে। আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হতো। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস উদযাপিত হয়ে আসছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss