spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে আবারও কমেছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে। যা গতকাল প্রতি কেজি বিক্রি হয়েছিল ৬৮ টাকায়।

রোববার (২১ মে) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। ভারত থেকে আমদানির খবরে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মাজহারুল ইসলাম মানিক বলেন, পেঁয়াজের দাম দেখে এমনিতেই চোখে পানি আসছে। সব কিছুর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে আমাদের মতো সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তবে দুই দিন থেকে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে অনেক দাম কমে যাবে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কিছুটা দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। মোকামে প্রতি মণ পেঁয়াজ দুই হাজার ৬০০ থেকে দুই হাজার ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম যদি কমে তাহলে আমরাও কম দামে বিক্রি করবো।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss