spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৫ মাস পর ভারত থেকে এলো পিঁয়াজ

দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুর একটা থেকে ভারতীয় পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে ঢোকা শুরু হয়।

একটি ট্রাকে ২০/২২ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে প্রায় এক শত ট্রাক পেঁয়াজ আমদানি করা হবে বলে আমদানিকারক সূত্রে জানানো হয়েছে।

আরো পড়ুন: দেশে হোম কোয়ারেন্টাইনে ২৩১৪ জন: আইইডিসিআর

ভোমরা সিএন্ডএফ এসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আমির হামজা জানান, এবার পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে কোন মূল্য নির্ধারণ করা হয়নি। ভারতীয় আড়তের ক্রয় মূল্য অনুযায়ী পেঁয়াজ আড়াইশ থেকে তিনশ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। খুলনার মেসার্স হামিদ এন্টারপ্রাইজ, রাজবাড়ীর মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ ও সাতক্ষীরার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজ সহ একাধিক আমদানিকারক এ পেঁয়াজ আমদানি করছেন।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ভারত সরকার আভ্যন্তরিন সংকটের কারণে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss