spot_img

১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার
২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

৫৩ বছরে শিপিং কর্পোরেশনের সর্বোচ্চ নিট মুনাফা

২০২৩-২৪ অর্থবছরে রেকর্ড ২৪৯.৬৯ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কর সমন্বয়ের পর, এটি প্রতিষ্ঠানের ৫৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফায় দাঁড়িয়েছে।

শেয়ারহোল্ডারদের জন্য আগের বছরের মতো ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিএসসি।

রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের বোট ক্লাবে অনুষ্ঠিত ৪৭তম বার্ষিক সাধারণ সভায় বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ ঘোষণা দেন।

তিনি বলেন, “গত ২০২২-২৩ অর্থবছরে বিএসসির মোট আয় হয়েছিল ৬৬৭.২৩ কোটি টাকা, মোট ব্যয় ছিল ৩৭৫.৬৪ কোটি টাকা এবং কর সমন্বয়ের পর নিট মুনাফা দাঁড়িয়েছিল ২৪৬.২৯ কোটি টাকায়। ওই অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বিএসসির নিট আয় প্রায় ৩.৪০ কোটি টাকা বেড়েছে।”

বিএসসিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সরকারের সক্রিয় নির্দেশনা ও সহায়তার প্রশংসা করেন তিনি।

মাহমুদুল মালেক আরও জানান, বিএসসি তার কার্যক্রম (অপারেশন) থেকে ৪৮৭.৭৪ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে অতিরিক্ত ১০৮.৪৪ কোটি টাকা আয় করেছে; ফলে ২০২৩-২৪ অর্থবছরে সংস্থাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৯৬.১৯ কোটি টাকায়। এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালন ব্যয় ১৮৯.৬১ কোটি টাকা এবং প্রশাসনিক ও আর্থিক ব্যয় ১২১.৯৮ কোটি টাকা নিয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৩১১.৬০ কোটি টাকায়।

এই আয়-ব্যয় বিবেচনার পর পরিচালনা পর্ষদ নিট লাভের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত, বিএসসির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৫২.৫৩ কোটি টাকা। এরমধ্যে সরকারের শেয়ার রয়েছে ৫২.১০ শতাংশ— যার আর্থিক মূল্য ৭৯.৪৬ কোটি টাকা। এছাড়া, বেসরকারি শেয়ারহোল্ডারদের শেয়ারের অংশ ৪৭.৯০ শতাংশ— যার আর্থিক মূল্য ৭৩.০৭ কোটি টাকা।

এ অর্থবছরে বিএসসির মোট সম্পদের পরিমাণ ৩,৮১১.৫৩ কোটি টাকা এবং বাহ্যিক দায় ২,২৫৬.১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।

গতকাল চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত বার্ষিক এই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss