spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

চট্টগ্রাম সমুদ্র বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

সদ্য বিদায়ী অর্থবছরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এনবিআর কর্মীদের কয়েকদফায় আন্দোলন এবং বৈশ্বিক নানা সংকটের পরও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বাড়া ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কার্গো (খোলা পণ্য) হ্যান্ডলিং এবং বন্দরে জাহাজ আসার সংখ্যাও আগের তুলনায় বেড়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়ছে।

সোমবার শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে আমদানি-রপ্তানি মিলিয়ে ৩২ লাখ ৯৬ হাজার ৬৭ টিইইউস (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের একক হিসেবে) কন্টেইনার ওঠানামা হয়েছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস।

এই হিসেবে গত অর্থবছরে ৪ দশমিক ০২ শতাংশ বেশি কন্টেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর।

বন্দর কর্মকর্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছর শেষ হবার ১৫দিন আগেই আগের অর্থ বছরের কন্টেইনার হ্যান্ডলিং এর পমিাণকে ছাড়িয়ে গিয়েছিল।

২০২২-২৩ অর্থ বছরে আমদানি-রপ্তানি মিলিয়ে কন্টেইনার হ্যান্ডলিং হয় ৩০ লাখ ৭ হাজার ৩৪৪ টিইইউস, ২০২১-২২ অর্থবছরে হয়েছিল ৩২ লাখ ৫৫ হাজার ৩৫৮ টিইইউস। সেটাই ছিল চট্টগ্রাম বন্দরে এক অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, এক অর্থবছরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। কাস্টমসের কর্মবিরতি, নানা ষংকট সত্ত্বেও কন্টেইনার হ্যান্ডরিং বাড়াটা ইতিবাচক। এসব সংকট না থাকলে হ্যান্ডলিংয়ের পরিমাণ আরও বাড়ত।

কার্গো হ্যান্ডলিং ও জাহাজ আসার সংখ্যাও আগের চেয়ে বেড়েছে জানিয়ে তিনি বলেন, বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্টেক হোল্ডারদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে।

সদ্য বিদায়ী অর্থ বছরে খোলা পণ্য হ্যান্ডলিং হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৪ হাজার ৭৮৩ মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থবছরে পণ্য হ্যান্ডলিং হয়েছিল ১২ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৪৮ মেট্রিক টন। কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি ৬ দশমিক ০৭ শতাংশ। সূত্র : বিডিনিউজ

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss