spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঈদের আগের ৫ ও পরের ৩ দিন গণপরিবহন বন্ধ

ঈদুল আযহার আগের ৫ দিন ও পরের ৩ দিন গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনগণের চলাচল কমাতে ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের ৩ দিন পর পর্যন্ত মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি নির্দেশনা আমরা পেয়েছি। মিটিং করে সেই আলোকেই আমরা পদক্ষেপ গ্রহণ করব।

বুধবার (১৫ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

আরো পড়ুন: চট্টগ্রামে আরও ৩৯৯ জনের করোনা শনাক্ত

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকার এবার কিছু সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন পেয়েছি আমরা। ঈদুল আজহার আগে ৫ দিন ও পরে ৩ দিন আমাদের গণপরিবহণ বন্ধ থাকবে। সেই আলোকেই আমরা পদক্ষেপ নেবো। তাই যারা ঈদে বাড়ি যেতে চায় তাদের ৫ দিন পূর্বেই যেতে হবে এবং যারা আসতে চায় তাদের ৩ দিন পরে আসতে হবে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে বলেছে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী তার স্টেশন লিভ করতে পারবে না। কাজেই আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিরাপদ রাখার জন্য কাজ করছি। আমাদের ভালো দিক হচ্ছে করোনা আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর হার অনেক কম।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss