চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বগুড়া জেলা স্টুডেন্টস এসোসিয়েশন ২০২১-২২ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির সাথে সম্পৃক্ত শিক্ষক ও উপদেষ্টা মন্ডলীর সিদ্ধান্তক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চবির সমুদ্র বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাদিউল ইসলাম রাইয়ান, সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিন খন্দকার এবং সহ-সভাপতি হিসাবে সমাজতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মনিরা সরকার রুম্পাকে মনোনীত করা হয়েছে।
নব-নির্বাচিত সভাপতি হাদিউল ইসলাম রাইয়ান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘বগুড়া এসোসিয়েশন আমার কাছে পরম আবেগের একটি জায়গা, আমার ওপর অর্পিত পবিত্র এই দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।’
সাধারণ সম্পাদক মো. রবিন খন্দকার বলেন, ‘প্রথম বর্ষ থেকেই এই সংগঠনের প্রতিটি কাজে যুক্ত ছিলাম। তাই সব সমস্যা, সম্ভাবনা আমার জানা। এখন সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পেয়ে সংগঠনের সুনাম আরো বৃদ্ধি করতে কাজ করবো।’
উল্লেখ্য যে, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বগুড়া জেলার ভর্তি-ইচ্ছু শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের যাবতীয় সমস্যার সমাধান, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা, এবং সাংস্কৃতিক ও আনন্দ ভ্রমণেরও আয়োজন করে আসছে সংগঠনটি।
চস/আজহার