spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে ভক্তদের প্রত্যাশা

বিশ্বের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। উত্তেজনায় ঠাসা এই বিশ্বকাপের আমেজ থাকে বাংলাদেশেও। বাংলাদেশে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও জনপ্রিয়। বিশেষ করে আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে এই উপমহাদেশে আছে একটা বড় ধরনের দলাদলি। সেটা বাংলাদেশে যেন আরও বেশি প্রবল। তবে এবারের বিশ্বকাপে এই দুল ছাড়াও আরও বেশকিছু দলের রয়েছে বিশ্বকাপ জেতার সামর্থ্য। তবুও প্রিয় দলের পক্ষেই বাজি ধরবে সবাই। এটাই স্বাভাবিক। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যথেকে আর্জেন্টাইন ভক্তদের কাছ থেকে তাদের প্রত্যাশা জানতে চেয়েছেন চট্টগ্রাম সময়ের রিপোর্টার আজহার মাহমুদ

আর্জেন্টিনা বিশ্বকাপের অন্যতম দাবীদার
ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ আর্জেন্টিনা। বিশ্বকাপ সহ যেকোনো টুর্নামেন্টে তারা সবসময় হট ফেভারিট দল হিসেবে খেলে। আর্জেন্টিনা এ পর্যন্ত দুবার বিশ্বকাপ জয় করেছে। অন্যতম মেজর টুর্নামেন্ট কোপা আমেরিকা ট্রপির ১৫ টিই আছে আর্জেন্টিনার ঝুলিতে। আর্জেন্টিনার ফুটবল কালপুরুষ হচ্ছেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা। তাঁকে বলা হয় ফুটবলের ঈশ্বর। তাঁর শিষ্য লিওনেল মেসি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড়। ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। কোপা আমেরিকা – ২০২১ থেকে তারা দুর্দান্ত ফর্মে আছে এবং এ পর্যন্ত ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি। মেসি ও তাঁর সতীর্থরাও রয়েছেন ফর্মের তুঙ্গে। এ ফর্ম অব্যহত থাকলে আর্জেন্টিনার জয়রথ ঠেকাবে কে?
দেওয়ান রহমান,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিশ্বকাপের আগে সুখবর পেল আর্জেন্টিনা

শিরোপাটা মেসির হাতেই শোভা পাবে
এবারের কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিটের তালিকায় আর্জেন্টিনা যে থাকছে তা এক প্রকার নিশ্চিতভাবে বলা যায়। কোচ লিওনেল স্কলোনির অধীনে টানা ৩৫ ম্যাচ অপরাজিত সেই সাথে দলগত কম্বিনেশন, সতীর্থদের একে অন্যের সাথে বোঝাপড়া এবং একাদশে থাকা প্লেয়ারদের বর্তমান ফর্ম সব মিলিয়ে এই বিশ্বকাপে আর্জেন্টিনা দলটি চমৎকার চবলা যায়। দলটির প্রান ভোমরা লিওনেল মেসি যখন সেরা ছন্দে আছে তখন বলা যায় এবারের শিরোপাটা মেসির হাতেই শোভা পাবে। গোলবারে এমি, রক্ষনে রোমেরো-ওটামেন্ডি, মাঝমাঠে ডি ফল আর আক্রমণে মেসি মারিয়াদের নিয়ে গড়া আর্জেন্টিনার বিশ্বকাপ একাদশ প্রতিপক্ষের জন্য আতংক।
নুরুল কবির
শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার নতুন বার্তা

কিংবদন্তির হাতের ছোঁয়া স্পর্শ করুক বিশ্বকাপ ট্রফি
“আর্জেন্টিনার মেসি আর মেসির আর্জেন্টিনা”- কথাটি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। বিনোদনের অন্যতম মাধ্যম হলো খেলা। আর তা যদি হয় ফুটবল ছোট থেকে বড়দের হয় রঙমেলা। বর্তমান সময়ে শ্রেষ্ঠ প্লেয়ার হচ্ছেন লিওনেল মেসি। মেসি শুধু একটি নাম নয় ফুটবল জগতের রাজা বললেও ভুল হবেনা। ফুটবলকে ভালোবাসলে মেসিকে ভালোবাসতেই হবে। ভালোবাসতে হবে তার পায়ের জাদুকে। কিন্তু আক্ষেপ থেকে যাচ্ছে যুগ যুগ ধরে। সর্বকালের কিংবদন্তি লিওনেল মেসির বিশ্বকাপ ছোঁয়ার আক্ষেপ। ব্যক্তিগত অর্জনের থলিতে যা আছে আর কোনো প্লেয়ারের আছে কি-না জানা নেই! তবে বিশ্বকাপ ছোঁয়ার আক্ষেপ টা যে রয়েই গেল!
হয়তো সর্বকালের সেরা প্লেয়ার আর্জেন্টিনার মেসির এটাই শেষ বিশ্বকাপ! খুব করে চাই এবার যেন সর্বকালের সেরা কিংবদন্তির হাতের ছোঁয়া স্পর্শ করুক বিশ্বকাপ ট্রফি।
রাজু চন্দ্র দাস
শিক্ষার্থী, এমসি কলেজ, সিলেট।

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে তিনটি জায়গার লড়াইয়ে সাতজন

মেসির নেতৃত্ব বিশ্বকাপে আর্জেন্টিনা হবে অপ্রতিরোধ্য
মাত্র কয়েকদিন বাকি বিশ্বের সবচেয়ে নান্দনিক উত্তেজনাময় খেলার আসর ফুটবল বিশ্বকাপ। ২০ নভেম্বর কাতার ইকুয়েডরের ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠবে ঝাঁক জমকপূর্ণ বিশ্বকাপ ফুটবল আসরের। এই বিশ্বকাপে অনেক দল রয়েছে ফেভারিটের জায়গায়। তারমধ্যে অন্যতম দল হচ্ছে আর্জেন্টিনা। বিশ্বের অন্যতম একজন খেলোয়াড় মেসির নেতৃত্বে এবারের আসর কাঁপাবে আর্জেন্টাইন ফুটবলাররা। ২২ নভেম্বও বিকেল ৪ টায় ‘গ্রুপ-সি’ তে থাকা আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরব। ‘গ্রুপ-সি’তে থাকা অন্যান্য দলগুলো হলো সৌদিআরব, মেক্সিকো ও পোল্যান্ড। আর্জেন্টিনা তাদের ঘরে ফুটবলের এই সবচেয়ে বড় আসরের কাপটা তুলে নিতে মরিয়া হয়ে আছে।মেসির নেতৃত্ব এবার কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা হবে অপ্রতিরোধ্য।
আরমান জিহাদ
প্রবাসী, দোহা, কাতার থেকে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss