spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবিতে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের বার্ষিক বনভোজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস্ এসোসিয়েশন ( এলজেএসএ) এর বার্ষিক বনভোজন – ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৪ ফেব্রুয়ারী ) খাগড়াছড়ির তিনটি পিকনিক স্পটে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুরাঘুরি, র‍্যাফল ড্র-সহ বিভিন্ন আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এসোসিয়েশনের সদস্যরা।

এদিন সকাল ৭ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বনভোজনের উদ্দেশ্যে বাসযাত্রা শুরু হয়। এই বনভোজনে অংশ নেয় এসোসিয়েশনের ১১০ জন সদস্য, যা এসোসিয়েশনের অতীত বনভোজন সমূহের তুলনায় সর্বোচ্চ ছিলো।

বর্ণিল এই ভ্রমণযাত্রার প্রথম স্পট ছিল মানিকছড়ি রাবার বাগান,সেখানে সকালের নাস্তা শেষে যাত্রা শুরু হয় আলুটিলা পিকনিক স্পটে । সেখান থেকে যাওয়া হয় তারেং। এরপর অনুষ্ঠিত হয় মধ্যাহ্নভোজ।

মধ্যাহ্নভোজের পর যাত্রা শুরু হয় খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের উদ্দেশ্যে। সেখানে ঘুরাঘুরি শেষে শুরু হয় বিভিন্ন আয়োজন।
নিজ জেলা, নিজ বিশ্ববিদ্যালয় এবং পিকনিক স্পট নিয়ে হয় কুইজ প্রতিযোগিতা। সেখানে তিনজনকে পুরস্কৃত করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় র‍্যাফেল ড্র। সেখানে মোট ১০ জনকে পুরষ্কৃত করা হয়।

বনভোজনের সুন্দর সময় কাটিয়ে এরপর সন্ধ্যা ৭ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে বাস ছেড়ে দেওয়া হয়।

বনভোজন সম্পর্কে লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন,চবির সভাপতি মোঃ জাহিদ হোসাইন বলেন , ‘ আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আমরা ১১০ জন লক্ষ্মীপুরীয়ানকে নিয়ে এসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে বড় বার্ষিক বনভোজন অত্যন্ত সফলভাবে শেষ করতে পেরেছি!এই জন্য আমাদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে ট্যুরটি সফল হয়েছে। আমাদের শিক্ষক উপদেষ্টা,ছাত্রউপদেষ্টা ও সাবেক সদস্যদের প্রতি ও কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি এসোসিয়েশনের সদস্যরা এ ধরনের ট্যুরের মাধ্যমে উজ্জীবিত হয়ে ,সতেজ মনে শিক্ষার্থীদের উপকারে,দেশ ও জাতির উন্নয়নে কাজ করে এসোসিয়েশনকে গৌরবান্বিত করবে! ’

সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফুল ইসলাম নাঈম বলেন, ‘ লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজনে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের আবারও নতুনভাবে অনুপ্রাণিত করেছে।আমরা আশা করি ভবিষ্যতে সকল ধরনের সামাজিক কর্মকান্ডে আমাদের এসোসিয়েশন সকল সদস্য নিঃস্বার্থে সর্বোচ্চ সহযোগিতা করবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss