spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্যাম্পাস ডেস্ক

সর্বশেষ

তরুণ লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে রায়হান-তানজিদ

তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান উদ্দীন ছিদ্দিকীকে সভাপতি এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তানজিদ শুভ্রকে সাধারণ সম্পাদক করা হয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি আমজাদ হোসেন হৃদয় এবং সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দীন ছিদ্দিকী ২০২৩-২৪ কার্যবর্ষে অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং বর্ষসেরা সংগঠক নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব দেওয়ার জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারুণ্যের মেধা, মনন ও শক্তিকে কাজে লাগিয়ে লেখালেখির চর্চাকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র ২০২৩-২৪ কার্যবর্ষে শাখার কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্ষসেরা ফিচার লেখক নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা সারাদেশে ছড়িয়ে আছে। সবাইকে সঙ্গে নিয়ে লেখালেখি সহ অন্যান্য কার্যক্রম ও আরোপিত দায়িত্ব পালনই হবে আমাদের লক্ষ্য।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বর্তমানে দেশের প্রায় ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম চলমান রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss