সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নির্বাচিত মেয়র রেজাউল করিমসহ কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।
আজ (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে চসিকের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো পড়ুন: ৩ জনের যাবজ্জীবন, ৫ জনের ২০ বছর কারাদণ্ড
পরে শপথ নেন সংরক্ষিত আসনের ১৪ জন এবং সাধারণ আসনের ৪০ জন কাউন্সিলর। তাদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরপর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন চসিক মেয়র।
চস/স