spot_img

২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ চসিকের দায়িত্ব নেবেন রেজাউল

চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র (চসিক) এম রেজাউল করিম চৌধুরী আজ দায়িত্ব গ্রহণ করবেন। এ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চসিকের আয়োজনে এই সুধী সমাবেশ শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন নব নির্বাচিত  চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে আছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঞ্চে আছেন চসিকের বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চুয়েট উপাচার্য ড. রফিকুল আলম, চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, নগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চসিকের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা।

আরো পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, শনাক্ত ৩২৬

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চসিকের নতুন মেয়র রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss