চট্টগ্রাম নগরীর বায়েজিদে পারভিন আক্তার নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩ মার্চ) এই আদেশ দেন চট্টগ্রাম চতুর্থ মহানগর অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এড. মো. নোমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ইয়াছিন, মো. মনসুর, আবু তৈয়ব প্রকাশ রানা ও মো. ইসহাক।
এড. মো. নোমান জানান, ২০১৬ সালের ৫ মার্চ বায়েজিদের রৌফাবাদ কো-অপারেটিভ হাউজিং সোসাইটির একটি ভবনে পারভিন আক্তার নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় ৭ মার্চ পারভিন আক্তারের স্বামী নুরুল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
আরো পড়ুন: করোনা: একদিনে আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪
এই মামলায় মহানগর দায়রা জজ আদালতে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার চার্জ গঠন করা হয় ২০১৭ সালের ৫ মার্চ।
চস/স