চট্টগ্রামের কর্ণফুলীতে প্রাইভেটকারের ধাক্কায় লিটন দাশ (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
রবিবার (৭ মার্চ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন দাশ পটিয়ার হাবিলাস দ্বীপের চরঘানাই দাশপাড়ার মৃত সুভাষ দাশের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, ‘কর্ণফুলী থানার ক্রসিং এলাকায় একটি প্রাইভেটকার সিএনজিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
চস/আজহার