চট্টগ্রামের ইউএসটিসি’র ১৮ তলাবিশিষ্ট একটি ভবনের একাংশ ভেঙে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
আজ বুধবার (১০ মার্চ) সকালে ভবন ভাঙার কার্যক্রম শুরু করেন সিডিএর বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিডিএ’র জলাবদ্ধতা নিরসনের প্রকল্প পরিচালক আহমেদ মঈনুদ্দীন ও লেফটেন্যান্ট কর্নেল শাহ আলী।
সিডিএ’র জলাবদ্ধতা নিরসনের প্রকল্প পরিচালক আহমদে মঈনুদ্দীন বলেন, ‘ভবনের চারভাগের এক অংশ গয়নাছড়া খালের মধ্যে পড়েছে। খালের মধ্যে পড়া ভবনটির ৩ হাজার বর্গফুট অংশ ভাঙা হচ্ছে। এছাড়া এই ভবনের অনুমোদন ছিল ১৬ তলার। কিন্তু তারা ১৮ তলা পর্যন্ত ভবনটি বাড়িয়েছে।
আরো পড়ুন: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই রুবেল গ্রেপ্তার
উল্লেখ্য, ইউএসটিসি কর্তৃপক্ষকে ২০১৯ সালের অক্টোবরে ভবনটি ভেঙে ফেলার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তিন মাস সময় নিয়েও তারা ভবনটি ভাঙেনি।
চস/স