spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে আরও ১৩২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩২ জনের শরীরে। এর মধ্যে ১১৬ জন নগরের এবং ১৬ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৪৭ জনে।

একই সময়ে চট্টগ্রামে নতুন করে কেউ মারা যায় নি। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছে মোট ৩৭৮ জন। এর মধ্যে ২৭৭ জন নগরীর ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি। তিনি বলেন, গতকাল বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে সাতটি ল্যাবে ১ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে ১৩২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চমেক) ল্যাবে ৬৫ জনের নমুনা পরীক্ষায় ১৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭২৩ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৫৮০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ২১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

আরো পড়ুন: শিশু শিক্ষার্থী পেটানো সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৯জনের নমুনা পরীক্ষায় ১৭ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায় নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss