spot_img

৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পেছাল চট্টগ্রামের বইমেলা, উদ্বোধন হবে ২৯ মার্চ

নানান কারণে এবারের বইমেলা হওয়া নিয়ে জেগে ছিলো শঙ্কা। অবশেষে কথা ছিলো ২৩ তারিখ এই মেলার উদ্বোধন হওয়ার। কিন্তু এবার সেখানেও এসেছে বাঁধা। চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনা ও সৃজনশীল প্রকাশক পরিষদের সহযোগিতায় সব প্রস্তুতি সম্পন্ন করেও ‘অনিবার্য কারণে’ চট্টগ্রামের বইমেলা শুরুর সময় পেছানো হয়েছে।
আগামী ২৭ ও ২৮ মার্চ ডিসির উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। তাই বাধ্য হয়ে পিছিয়ে দিতে হচ্ছে চট্টগ্রামের বইমেলা।

গতকাল মেলা কমিটির বৈঠক শেষে সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু চট্টগ্রাম সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৩ মার্চ চট্টগ্রামের সিজেকেএস মাঠে বইমেলা শুরুর প্রস্তুতি সম্পন্ন করা হলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। ২৯ মার্চ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss