করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ২৯ মার্চ থেকে অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত একুশে বইমেলা স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে মেলা স্থগিতের পাশাপাশি নভেম্বরে বইমেলা আয়োজনের কথা জানান মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
মেলা আয়োজন বিষয়ে সংবাদ সম্মেলন হলেও শনিবার বিকালে পুরনো নগর ভবনে অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) প্রধান শিক্ষা কর্মকর্তা মেলা কমিটির সদস্য সচিব সুমন বড়ুয়া সংক্রমণ পরিস্থিতি তুলে ধরে এ বিষয়ে উপস্থিতদের মতামত জানতে চান।
এসময় মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সংক্রমণ বাড়ছে। আমরা সবাইকে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করছি। এখন বইমেলা আয়োজন করতে গিয়ে যেন কোনো ব্যাপারে প্রশ্নবিদ্ধ না হই।’
মেয়র রেজাউল করিম আবীর প্রকাশনীর নূরুল আবছারের কাছে তার মতামত জানতে চাইলে নূরুল আবছার বলেন, ‘কোনো অবস্থাতেই বইমেলা করা উচিত নয়।’
আরো পড়ুন: ২০টি মোটরসাইকেলসহ চোরাই চক্রের ৯ জন গ্রেফতার
মেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর নেছার উদ্দিন আহমদ মঞ্জু বলেন, ‘ঢাকা বইমেলায় জন সমাগম নেই। প্রকাশকরা মেলার জন্য গুরুত্বপূর্ণ। কনফিউশন নিয়ে করার চেয়ে পরে করাটা কী উত্তম নয়? উন্নয়ন মেলার যে অবকাঠামো সেগুলো সরাতেও সময় লাগবে।’
এবারের মেলায় ঢাকা ও চট্টগ্রামের ১২৮টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণের কথা ছিল। যার মধ্যে ৮০টি ঢাকার প্রকাশনা সংস্থা।
চস/স